কামারখন্দে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন।
খাইরুল ইসলাম ,(কামারখন্দ প্রতিনিধি) :
সিরাজগঞ্জের কামারখন্দে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট, বালক (অনুর্ধ্ব-১৭) ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫ টায় চৌবাড়ী ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে খেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম।
এসময় রায়দৌলতপুর ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান, কামারখন্দ প্রেসক্লাবের আহবায়ক গোলাম কিবরিয়া, চৌবাড়ী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) কিশলয় কান্তি গ্বোস্বামী প্রমুখ উপস্থিত ছিলেন। খেলায় জামতৈল ইউনিয়ন একাদশ রায়দৌলতপুর ইউনিয়ন একাদশকে ২-০ গোলে পরাজিত করে।