কামারখন্দে চাচাতো দাদা ধর্ষন করলেন শিশু নাতনিকে।
কামারখন্দ প্রতিনিধি,খাইরুল ইসলামঃ
সিরাজগঞ্জের কামারখন্দে ৭ বছরের এক শিশু নাতনিকে ধর্ষণ করেছে শিশুটির চাচাতো দাদা! শনিবার সন্ধায় উপজেলার ঝাঐল ইউনিয়নের তেঘরী গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় শিশুটির চাচাতো দাদা ধর্ষক ইনু (৪৫) কে বুধবার সকালে তেঘরী গ্রাম থেকে গ্রেফতার করেছে পুলিশ। ধর্ষক ইনু উপজেলার ঝাঐল ইউনিয়নের তেঘরী গ্রামের আব্দুল বারীর ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক। কামারখন্দ থানা সুুত্রে জানা যায়, গত শনিবার সন্ধায় শিশুটির চাচাতো দাদা ইনু শিশুটিকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাদের বাড়ীর পাশের পুকুর চালায় নিয়ে গিয়ে জোড়পূর্বক শিশুটিকে ধর্ষণ করে। শিশুটি বাড়ী যাওয়ার পর শিশুটির শারীরিক পরিবর্তন দেখতে পেয়ে শিশুটির মা শিশুটিকে জিজ্ঞাসা করলে শিশুটি ভয়ে কিছু না বললে পরে শিশুটিকে গোসলের সময় তার মা শরীরের বিশেষ অঙ্গে ধর্ষণের লক্ষণ দেখতে পায়। পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয় মাতুব্বরেরা সালিশী বৈঠকের মাধ্যমে বিষয়টি মীমাংসার জন্য শিশুটির পরিবারকে প্রস্তাব দিলে তা পরিবারের পক্ষ থেকে প্রত্যাখ্যান করা হয়। পরে মঙ্গলবার রাতে শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম জানান, শিশুটিকে ধর্ষণের ঘটনায় শিশুটির মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। বুধবার সকালে ধর্ষক ইনুকে গ্রেফতার করা হয়েছে।