কামারখন্দে এক সময়ের জনপ্রিয় শীতল পাটি শিল্পের বর্তমানে দুর্দিন চলছে
আমিরুল ইসলাম, কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের কামারখন্দে ঝাঐল ইউনিয়নের চাঁদপুর গ্রামের শীতল পাটির চাহিদা এক সময় দেশব্যাপী সমাদৃত থাকলেও সময়ের ব্যবধানে এ শিল্পের এখন দুর্দিন চলছে। এক সময় লোকশিল্পগুলোর মধ্য অন্যতম ছিল পাটি শিল্প। পাটি বেত কেটে তা সিদ্ধ বা শুকিয়ে বুনানো হয় পাটি। গরমের দিন এই পাটি ব্যবহার স্বস্তির নি:শ্বাস বা দেহমন ঠান্ডা হয় বলেই একে শীতল পাটি বলা হয়।
সরেজমিনে কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের চাঁদপুর গ্রাম ঘুরে দেখা যায়, পুরুষেরা জমি থেকে পাটি বেত কেটে আনার পর সেগুলো বিশেষ দা দিয়ে এক ধরনর বেতী সূতা বানিয়ে সেগুলো সিদ্ধ করে রোদে শুকানো হচ্ছে । বেতী সূতাগুলো রোদে শুকানোর পর তাতে নানা বাহারী রং দেয়ার পর আবার রোদে শুকানো হচ্ছে। বেতী সূতা রোদে শুকানোর পর নারী শিল্পীরা নিপূণ হাতে তৈরী করছে শীতল পাটি।
জানা যায়, ৮০-৯০ দশকে এসব শীতল পাটি সাধারন মানুষের ঘরে ঘরে ব্যবহার হতো। আধুনিকতার ছোয়ায় মানুষের জীবন মানের পরিবর্তনের সঙ্গে হারিয়ে যেতে বসেছে এই শীতল পাটি শিল্প। এ পাটির পরিবর্তে এখন প্লাস্টিক পাটি, চট-কার্পেট, মোটা পলিথিন সহ বিভিন উপকরণ স্থান দখল করে নিয়েছে। শীতল পাটির বুনন ও চাহিদা কমলেও চাঁদপুর গ্রামর ক্ষুদ্র জনগাষ্ঠীর নারীরা শত কষ্টেও তাদর পূর্বপুরুষদের প্রাচীন ঐতিহ্য ধরে রাখছেন । এ গ্রামের প্রায় ২০০ পরিবারের প্রায় ৮০০ নারী-পুরুষ তাদের জাত পেশা হওয়ায় এখনও টিকিয়ে রেখেছেন এ শিল্প। বর্তমান প্রতিটি শীতল পাটি প্রকার ভেদে ১ হাজার থেকে ৫ হাজার টাকায় বিক্রি হচ্ছে।
চাঁদপুর গ্রামের ষাটার্ধ বৃদ্ধা পাটি তৈরীর শিল্পী রানি দত্ত জানান, এক সময় বিয়ের অনুষ্ঠানে শীতল পাটি বাধ্যতামুলক কিনতো। বিয়ে ছাড়াও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে শীতল পাটি উপহার দিতো। এখন আর সেদিন নেই । বর্তমানে শীতল পাটির কদর অনেকটা কমে গেছে। শীতল পাটির দাম কিছুটা বাড়লে ও আমাদের মুজুরী বাড়েনি। পাটি ক্ষেত্র ১৬০ টাকা থেকে শুরু করে ২৫০ টাকা পর্যন্ত পাই। একটি পাটি বুনতে দুই থেকে তিনদিন সময় লাগে। একটা পাটি বুনতে যা পরিশ্রম আর সময় লাগে সে হিসেবে আমাদের মুজুরী অনেক কম।
একই গ্রামের শীতল পাটি ব্যবসায়ী ও শিল্পী বিল্লু চদ্র দাস জানান, পূর্ব পুরুষেরা এ পেশাই করতো। তাই ছোট বেলা থেকেই এ পেশা করে আসছি। শীতল পাটি আগের মতো ব্যবহার না হওয়ায় ক্রেতার সংখ্যাও অনেকাংশ কমে গেছে। তাই এ শিল্পের সাথে সম্পৃক্ত অনেকই বাধ্য হয়ে বিকল্প পেশায় চলে গেছে। তিনি আরও জানান, শীতল পাটি তৈরির প্রধান কাঁচামাল পাটির বেতের দাম বাজার অন্যান্য ফসলের তুলনায় দাম কম হওয়ায় অনেকে পাটির বেতের ক্ষেত ভেঙে দিয়ে অন্য ফসল আবাদ করছে। এতে বেতের সংখ্যাও কমে যাচ্ছে। সরকারি উদ্যাগে আধুনিক মানের শীতল পাটি তৈরীর প্রশিক্ষণ ও বাজারজাতকরণের ব্যবস্থা করা হলে এ শিল্পকে টিকিয়ে রাখা সম্ভব হবে।
কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মেরিনা সুলতানা জানান, গত দেড় বছর পাটি তৈরীর শিল্পীদের দুইবার প্রশিক্ষণ দেয়া হয়েছে। আগামীতে আরও উন্নতমানের প্রশিক্ষণ দেয়া হবে। কিভাবে শীতল পাটির বাজারজাত বাড়ানো যায় সে ব্যাপারে চিন্তা-ভাবনা করা হচ্ছে।
২৬/৮/২০২২
আমিরুল ইসলাম
কামারখন্দ উপজেলা, সিরাজগঞ্জ