কামারখন্দে আগুনে দুটি গরু পুড়ে ছাই প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
খাইরুল ইসলাম,কামার খন্দ প্রতিনিধি
সিরাজগঞ্জের কামারখন্দে গোয়াল ঘরে আগুন লেগে গোয়াল ঘর, আরো দুটি বসত ঘর সহ দুটি গরু পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার বড় পাকুরিয়া গ্রামে আমিরুল ইসলামের বাড়ীতে এই দুর্ঘটনা ঘটে। কামারখন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দুইটি ইউনিট স্থানীয়দের সহযোগিতায় প্রায় ২ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় বাড়ীর মালিক আমিরুল ইসলাম জানান, আমার তো ঘর পুড়ে ছাই। গর্ববতী দুইটা গরু ছিল তাও পুড়ে ছাই হয়ে গেছে। সব মিলিয়ে আমার প্রায় তিন লক্ষ টাকার মত ক্ষতি হয়েছে। কামারখন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের লিডার মো. হামিদুল ইসলাম জানান, গোয়াল ঘরে আগুন লাগার খবর পাওয়া মাত্র আমার ঘটনাস্থলে পৌঁছে দুইটি ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিভাতে সক্ষম হয়েছি। বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।