কামারখন্দে আওয়ামীলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন।
খাইরুল ইসলাম,(কামার খন্দ প্রতিনিধি):
সিরাজগঞ্জের কামারখন্দে বাংলাদেশ আওয়ামীলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে রবিবার সকাল ১১টায় উপজেলা পরিষদের মিনি অডিটোরিয়ামে কেক কাটা ও আলোচনা সভা অনুুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) স্থানীয় সাংসদ অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না। উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সেলিম রেজার সভাপতিত্বে এসময় উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মকবুল হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শেখ, মালয়েশিয়া আওয়ামীলীগের সভাপতি মকবুল হোসেন মুকুল, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক একরামুল হক সহ উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।