কামারখন্দের কোনাবাড়ীতে ট্রাক চাপায় পিতা নিহত ছেলে আহত।
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ট্রাকের চাপায় আকতার হোসেন (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার ছেলে আব্দুল আলীম মাস্টার (৩৮)। সোমবার (১৫ এপ্রিল২০১৯) সন্ধ্যার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কোনাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা উপজেলার ঝাঐল ইউনিয়নের জয়েন বড়ধুল গ্রামের বাসিন্দা। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন জানান, বাবা-ছেলে মোটরসাইকেলে করে কোনাবাড়ি এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় রোড ডিভাইডার থাকা সত্ত্বেও ট্রাফিক আইন ভঙ্গ করে উত্তরবঙ্গগামী একটি ট্রাক বিপরীতমুখী অপর একটি ট্রাককে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার সময় ওই মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে বাবা ছেলে দু’জনেই গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। কোনাবাড়ি শহীদুল বুলবুল ডিগ্রি কলেজের প্রভাষক জাকির হোসেন জিহাদ আকতার হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনি ঘটনাস্থলেই মারা যান। এদিকে আব্দুল আলীমকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।