কামারখন্দকে বাংলাদেশের একমাত্র মাদকমুক্ত উপজেলা ঘোষণা আজ থেকে কোন ব্যাবসায়ী অথবা সেবনকারীর ঠাই নাই
খাইরুল ইসলাম,কামার খন্দ প্রতিনিধি,
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলাকে সারা বাংলাদেশের মধ্যে প্রথম মাদকমুক্ত ঘোষণা উপলক্ষে গণসমাবেশ ও সাংস্কৃতিক সন্ধা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকার সভাপতিত্বে রবিবার সন্ধায় উপজেলার জামতৈল ধোপাকান্দি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে গণসমাবেশ ও সাংস্কৃতিক সন্ধা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের প্রথম উপজেলা হিসেবে কামারখন্দ উপজেলাকে মাদকমুক্ত উপজেলা হিসেবে ঘোষণা দেন এবং মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের শপথ বাক্য পাঠ করান সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না। এসময় র্যাব-১২ এর অধিনায়ক লেঃ কর্ণেল আব্দুল্লাহ আল মোমেন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুুষ্ঠান অনুুষ্ঠিত হয়। এতে গান পরিবেশন করেন বাংলাদেশের সুনামধন্য জীবন্ত কিংবদন্তী সংগীত শিল্পি এ্যান্ড্রু কিশোর এবং নওগাঁর ব্যান্ড দল নষ্ট নীড় ও মীরাক্কেল খ্যাত তানভীর।