কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
আজ মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় ফরহাদাবাদ ইউনিয়নের মুহুরিঘাটা এলাকায় হাটহাজারী-নাজিরহাট সড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহত মোটরসাইকেল আরোহীর নাম মোহাম্মদ আলী আকবর ওরফে রাজু। পেশায় তিনি মোটর মেকানিক ছিলেন। তিনি ওই ইউনিয়নের নুর আলী মিয়া হাট পশ্চিম ফরহাদাবাদ গ্রামের মোহাম্মদ রমজান আলীর ছেলে। নিজের বাড়ি থেকে গ্যারেজের উদ্দেশে যাওয়ার পথে তিনি দুর্ঘটনার শিকার হন। প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা আহত অবস্থায় মোহাম্মদ আলীকে উদ্ধার করে নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অতুন চৌধুরী মৃত ঘোষণা করেন।
নাজিরহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মুজিবুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।