কানগাতীতে জুয়ার আসর ভেংগে গুড়িয়ে দিলেন এসিল্যান্ড।
আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ সদরের বাগবাটি ইউনিয়নের কানগাতী গ্রামে বড়ই বাগানের পাশে জুয়ার আসর ভেংগে গুড়িয়ে দেন ভ্রাম্যমাণ আদালত। আদালত সূত্রে জানা যায়, সোমবার (২সেপ্টেম্বর) বিকেলে সিরাজগঞ্জ সদরের কানগাতী গ্রামে বড়ই বাগানের পাশে গোপন সংবাদের ভিত্তিতে জুয়ার আসরে সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে জুয়া খেলারত সবাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাড়া খেয়ে পালিয়ে যায় এবং জুয়া খেলার সরঞ্জামাদি জব্দ করে ঘটনাস্থলে ধবংস করা হয়।উক্ত অভিযানে উপস্থিত ছিলেন পৌর ভূমি সহকারী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম ও আনসার ব্যাটালিয়নের সদস্যবৃন্দ।