কাজীপুরে ৩দিন ব্যাপী “চর কৃষি ও বানিজ্য মেলার সমাপ্তি।
শুভ ঘোষ, বিশেষ প্রতিনিধি ঃ
সিরাজগঞ্জের কাজীপুরে নানা আয়োজনের মধ্যে দিয়ে শেষ হলো ৩দিনের চর কৃষি ও বানিজ্য মেলার। ফুলিস্টপ সলিউশন, পল্লী উন্নয়ন একাডেমী বগুড়া ও এনডিপি এর উদ্যেগে অনুষ্ঠিত মেলায় সর্বমোট ৪৫টি সরকারি বেসরকারি স্টল অংশ নেন। মেলায় কৃষক দের নানা ধরনের কৃষি যন্ত্রপাতির ব্যাবহার শিখানো ছাড়াও বসতবাড়িতে সবজি বাগান নির্মান, নানা ধরনের ও জাতের কৃষি উপকরণ ও নানান রকমের কৃষি বিষয়ে পরামর্শ প্রদান করা হয়। এছাড়াও প্রতিদিন দুপুর ২টা থেকে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। কাজীপুরের যমুনার চরের ও সকল শ্রেণীর মানুষকে কৃষি বিষয়ে সঠিক পরামর্শ, ধারনা দেয়া, যন্ত্রপাতির সঠিক প্রয়োগ ও আগ্রহ সৃষ্টি করার জন্যই এমন আয়োজন বলে জানান উদ্যোক্তা ও পরিচালনা প্রতিষ্ঠানের প্রকল্প ব্যাবস্থাপক রাকিবুল হাসান। সরেজমিনে মেলায় ঘুরে দেখা যায় কৃষি সরঞ্জাম ও উপকরণের পাশাপাশি মেলা প্রাঙ্গণের বাইরে বসেছে নাগরদোলা, বাহারী খেলনা সহ নানান ধরনের মুখরোচক খাবারের দোকান। মেলার সাজে যেন অনেকটাই সেজেছে আশপাশের এলাকা। বিকাল ৩টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সিরাজগঞ্জ জেলা পরিচালক জনাব হাবিবুল হক এর বক্তব্যের মধ্য দিয়ে মেলার সমাপ্তি ঘোষনা করা হয়। এলাকাবাসীর অনুভূতি জানতে চাইলে তারা জানান এরকম আয়োজনে আমরা খুশি। তারা সর্বদাই এমন আয়োজনের দাবী জানান।