কাজীপুরে চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী সহ ২ভাইস চেয়ারম্যানকে সংবর্ধনা প্রদান।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, ভাইস চেয়ারম্যান দীন মোহাম্মদ ও মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুনকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানালো কাজীপুর বাসীর একাংশ। মঙ্গলবার (১৬এপ্রিল-২০১৯) সন্ধ্যায় আলমপুর চৌরাস্তায় এক সংবর্ধনা অনুষ্ঠানে কাজিপুর পৌরসভার মেয়র ও কাউন্সিলরগণ ওই তিন চেয়ারম্যানগণকে ফুল দিয়ে বরণ করে নেন। এসময় সড়কের দুই ধারে ও মঞ্চে অপেক্ষমাণ নারী–পুরুষ পুস্প অর্পন করেন। এসময় নবনির্বাচিত চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী হাত নেড়েকাজিপুরবাসীকে শুভেচ্ছা জানান। কাজিপুর পৌরসভার পক্ষ থেকে নবনির্বাচিত চেয়ারম্যান ও ২ ভাইস চেয়ারম্যানকে সংবর্ধনা প্রদান করেন। মেয়র হাজী নিজাম উদ্দীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্যানেল মেয়র তাছু, কাউন্সিলর মন্টু প্রমুখ। কাজিপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী বলেন, সুন্দর ও পরিচ্ছন্ন কাজিপুর গড়ে তোলার অঙ্গীকার করেন। তিনি বলেন, কাজিপুর উপজেলা পরিষদ সবার জন্যখোলা থাকবে। আমি জনগণের উপজেলা চেয়ারম্যান। আমার সাধ্যমত আমি জনগণের সেবা করে যাব। গত ১১ এপ্রিল সকালে রাজশাহী বিভাগীয় কমিশনার মোঃ নুর-উর-রহমান সিরাজগঞ্জ জেলাপ্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দীন সম্মেলন কক্ষে শপথ বাক্য পাঠ করান। পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে ওই তিনজন চেয়ারম্যান জয়লাভ করেন।