কাজিপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তার সেচ্ছাচারীতায় অতিষ্ঠ সেবা ভোগীরা
নিজস্ব প্রতিবেদকঃ
প্রতিবন্ধী না হলেও টাকার বিনিময়ে প্রতিবন্ধী ভাতা প্রদান, টাকা না দিলে প্রতিবন্ধী ভাতা বাতিল করা,জীবিতকে মৃত দেখিয়ে অন্যের নামে বয়স্কভাতা উত্তোলন সহ নানা অনিয়ম ও দুর্নীতির উঠেছে কাজিপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলাউদ্দিনের বিরুদ্ধে। এ বিষয়ে রাজশাহী বিভাগীয় সমাজসেবা অধিদপ্তর বরাবর লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
অনুসন্ধানে জানা গেছে, কতিপয় ইউপি সদস্য, অফিস সহায়ক ও দালালদের সমন্বয়ে একটি সক্রিয় সিন্ডিকেটের মাধ্যমে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলাউদ্দিন প্রতিবন্ধী, বয়স্ক ও বিধবা ভাতার তালিকা তৈরি করতে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। সমাজসেবা কর্মকর্তা আলাউদ্দিনের উদাসীনতা ও দালালদের এমন দৌরাত্মে বঞ্চিত হচ্ছে প্রকৃত প্রতিবন্ধী, বিধবা, ও বয়স্কভাতাসহ অন্যান্য ভাতা ভোগীরা । কেউবা হচ্ছেন নানা হয়রানীর শিকার। ভুক্তভোগী অনেকে জানান, সব ঠিক। এরপরও সমাজ সেবা অফিসের কতিপয় কর্মচারী আর দালালদের দিতে হয় নগদ নারায়ণ। নইলে কোনো কাজ হয় না। বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীসহ সকল ভাতা প্রাপ্তদের কেউবা হন তালিকা থেকে বঞ্চিত। কেউবা হচ্ছেন হয়রানীর শিকার।
সম্প্রতি অসংখ্য ভূক্তভোগী এসব অভিযোগ তুলেছেন উপজেলার সমাজসেবা কর্মকর্তা আলাউদ্দিনের বিরুদ্ধে।
একাধিক ভুক্তভোগী আরও জানান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলাউদ্দিন এই সিন্ডিকেট মাধ্যমে চলতি বছর বয়স্ক,বিধবা ও প্রতিবন্ধী ভাতার কার্ড প্রদানে ব্যাপক অনিয়ম ও দূর্নীতি করে কিনেছেন বিলাশ বহুল বাড়ি-গাড়ি। অভিযোগ রয়েছে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদের বাইপাস করে নিজের খেয়াল খুশি মতো টাকার বিনিময়ে করে দেন নতুন ভাতা কার্ড।
সোনমুখী ইউনিয়নের গোপালপুর গ্রামের প্রতিবন্ধী রেবেকা খাতুনের মা রাজিয়া খাতুন জানান, প্রতিবন্ধী হিসেবে আমার মেয়ের নামে ভাতার কার্ড হয়। ১বছর নিয়মিত ভাতার টাকা পাওয়া গেলেও রহস্যজনকভাবে ভাতা বন্ধ হয়ে যায়।উপজেলা সমাজসেবা অফিসে যোগাযোগ করা হলে কার্ডের সমস্যা সমাধানের জন্য কিছু খরচ দাবি করেন ও পাশ বইটি রেখে দেয়। পরবর্তীতে যোগাযোগ করা হলে কার্ড হারিয়ে গেছে বলে জানিয়ে দেয়।
সোনামুখী ইউপি’র গোপালপুর গ্রামের প্রতিবন্ধী শারমিন আক্তারের মা গোলভানু বলেন, অফিসের লোক আর দালালরা ট্যাকা চাইছে। দেই নাই। এজন্য আমগোর কার্ড কাইটা দিছে। অহন কষ্টে আছি। এ কথা বলতেই কান্নায় ভেঙে পড়েন।অশ্রুসিক্ত চোখে বলেন, কার্ডটা না অইলে কেমনে চলমো?
কাজিপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলাউদ্দিন অনিয়ম,দূর্নীতি ও দালালদের দৌরাত্বের কথা অস্বীকার করে জানান, ভাতাভোগীদের মধ্যে প্রায় ৫% ভাতাভোগী এ্যাকাউন্ট সংক্রান্ত সমস্যার কারনে ভাতা সুবিধা ভোগ করতে পারছে না।সবকিছু যাছাই-বাছাই করে দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে।