কাজিপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে বাবলু ও শাপলা জয়ী ।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক দ্বীন মোহাম্মদ বাবলু এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবিহা সুলতানা শাপলা বেসরকারিভাবে জয়লাভ করেছেন। উপজেলা সহকারি রিটার্নিং অফিসারের কার্যালয়সূত্রে জানা গেছে, মোট ১১৪ টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে চশমা প্রতীকে বাবলু পেয়েছেন ১৭ হাজার ৭শত ৭৮ ভোট। তার নিকটত্রম প্রতিদ্বন্দ্বি শাহিনুল ইসলাম মাইক প্রতীকে পেয়েছেন ১১ হাজার ৭ শত ১৮ ভোট। পদ্মফুল প্রতীকে শাপলা পেয়েছেন ২১ হাজার ৮শত ৪৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ফুটবল প্রতীকে সুলতানা হক পেয়েছেন ১৪ হাজার ৯শত ৫৭ ভোট।