কাজিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী খলিলুর রহমান সিরাজী’র মত বিনিময়
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ॥
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলা পরিষদে চেয়ারম্যান পদপ্রার্থী কাজিপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তৃণমূল পর্যায়ের জনদরদী নেতা সমাজ সেবক সুশিক্ষিত নম্র সদা হাস্যউজ্জ্বল সুমিষ্টভাষী খলিলুর রহমান সিরাজী। গত ২৯ জানুয়ারী ২০১৯ এক সাক্ষাতকারে বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলাদেশে শহীদ এম.মনসুর আলীর পূণ্যভুমি কাজিপুরে আওয়ামীলীগ পরিবারে আমার জন্ম। আর ছাত্র জীবন থেকেই ছাত্রলীগ সংগঠনে নেতৃত্ব দিয়ে কাজিপুরে শহীদ এম. মনসুর আলী ডিগ্রী কলেজে ১৯৮৬ ইং কলেজ ছাত্র শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হই এবং ১৯৮৯ইং সালে ঐ কলেজের ভিপি নির্বাচিত হয়ে ছাত্রলীগ সংগঠনকে সুসংগঠিত করি এবং ৯০এর স্বৈরাচার বিরোধী আন্দোলন করে রাজপথে বহুবার হামলার শিকার হতে হয় এবং ওয়ান ইলেভেনে তত্ত্বাবধায়ক সরকার আমলে রাজনৈতিক মামলায় কারা বরণ করতে হয়েছে। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি কাজিপুর উপজেলা আওয়ামীলীগের ১৯৯১ সালে যুগ্ন সাধারণ সম্পাদক পদ লাভ করি এবং ২০১৩ইং সালে এককভাবে সর্বসম্মতি ক্রমে কাজিপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়ে এ পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করে আসছি। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে জননেতা মোহাম্মদ নাসিম ও তাঁর সুযোগ্য পুত্র ইঞ্জিনিয়ার তানভীর শাকিল জয় এর আস্থা অর্জন করে একজন সুদক্ষ সংগঠক হয়ে অদ্যাবধি আওয়ামীলীগের রাজনৈতিক কর্মকান্ড সুষ্ঠুভাবে পরিচালনা করে সংগঠনকে বেগবান করেছি। কাজিপুর বাসী ও দলের সর্বস্তরের নেতাকর্মীরা আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আমাকে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদটিতে সর্বসম্মতিক্রমে মনোনয়ন পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। সেই আলোকে ২৭ জানুয়ারী ২০১৯ইং তারিখে কাজিপুর উপজেলা আওয়ামীগের এক বর্ধিত সভায় পৌরসভাসহ ১২টি ইউনিয়নে দলীয় নেতাগণ এককভাবে খলিলুর রহমান সিরাজীকে স্বতঃস্ফুর্ত সমর্থন জানানো হয়। কাজিপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সমর্থন প্রসঙ্গে কাজিপুর পৌরসভার মেয়র ও আওয়ামীলীগের নেতা হাজী নিজাম উদ্দিন বলেন, খলিলুর রহমান সিরাজী আওয়ামীলীগের পরিক্ষিত মাঠ পর্যায়ের একজন দক্ষ সংগঠক। তৃণমূল পর্যায়ের সাধারণ মানুষের পাশে থেকে সুখ দুঃখে তিনি কাজ করে জনপ্রিয়তা অর্জন করেছেন বলেই তিনি সকলের মনোনয়নের আস্থা অর্জন করতে সমর্থন হয়েছেন এবং বাংলাদেশ আওয়ামীলীগের কাজিপুর উপজেলা শাখার সকল পর্যায়ের নেতাকর্মী খলিলুর রহমান সিরাজীকে কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের জন্য সমর্থন জানিয়েছেন। সিরাজগঞ্জ শহরের দত্তবাড়ীতে খলিলুর রহমান সিরাজী নিজস্ব বাসায় স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সময় উপস্থিত ছিলেন চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভাপতি আতিকুর রহমান মুকুল। তিনি বলেন, খলিলুর রহমান সিরাজী একজন ত্যাগী জনপ্রিয় নেতা। কাজিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হলে অত্র উপজেলার প্রতিটি ইউনিয়নের সাধারণ মানুষ উপকৃত হবে। কেননা তিনি সাধারণ মানুষের পাশে থেকে নিঃস্বার্থভাবে কাজ করে আসছেন। এসময় আরও উপস্থিত ছিলেন নিশ্চিন্তপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খাইরুল কবির, নাটুয়ারপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রহিম প্রমুখ। খলিলুর রহমান সিরাজী মনোনয়ন পেতে কতটুকু আশাবাদী সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি শতভাগ আশাবাদী। চুড়ান্তভাবে মনোনয়ন দলীয়ভাবে পেলে ও জনগণের ভোটে নির্বাচিত হলে আপনি কি কি কাজ করতে পারবেন এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, কাজিপুর উপজেলাকে মাদক, দূনীর্তি মুক্ত সমাজ বিনির্মিাণে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখব এবং ব্রীজ, কালভার্ট রাস্তাঘাট পাকাকরণ সহ কাজিপুর বাসীর প্রত্যাশা অনুযায়ী একটি বিনোদন কেন্দ্র তৈরী করব। আপনার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা আছে কিনা? এ প্রশ্নেও উত্তরে তিনি বলেন, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ঘাত-প্রতিঘাতের মধ্যে দিয়ে আমি আমার সাংগঠনিক কর্মকান্ডকে ত্বরান্বিত করে আসছি। তবে সমাজের সর্বস্তরের সহযোগীতা পেলে আমি আগামীতে কাজিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হলে দলমত নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়ে উন্নয়নের কাজ করব। এ ব্যাপারে যারা আমার বিরুদ্ধে মিথ্যা অসত্য অন্যায়ভাবে এবং ঈর্ষান্বিত হয়ে অপ্রচার করছে তাদের কাছে আমার অনুরোধ মিথ্যা অপ্রচার থেকে বিরত হয়ে সার্বিক সহযোগিতা করুন।