কাজিপুরে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে প্রতিবন্ধীদের এমপি জয়ের বিশেষ সেবা
রুবেল আহমেদঃ
কাজিপুরে ১৫-আগস্ট জাতীয় শোকদিবসে প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি’র নির্দেশনা অনুযায়ী স্থানীয় ৫৬০ জন প্রতিবন্ধীকে করোনা টিকা দানের মাধ্যমে বিশেষ সেবা প্রদান করা হয়েছে। বিষয়টি নিশ্চিত কাজিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোমেনা পারভীন পারুল জানান, ১৫-আগষ্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬-তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি’র নির্দেশনা অনুযায়ী উপজেলার ৫৩ টি কমিউনিটি ক্লিনিক থেকে এ সেবা প্রদান করা হয়।
করোনা টিকা পেয়ে সাংসদ জয়ের উচ্ছ্বসিত প্রশংসা ও ধন্যবাদ জ্ঞাপন করে চরাঞ্চলসহ বিভিন্ন এলাকার একাধিক অভিভাবক জানায়, বিশেষ চাহিদা সম্পন্নদের চলাচলে অনেক ঝামেলা ও বিরম্বনার শিকার হতে হয়। বিশেষ সেবা প্রদানের মাধ্যমে প্রমানিত হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদয় দৃষ্টি সবার প্রতি রয়েছে।