কাজিপুর

কাজিপুরে সিরিজ বোমা হামলা দিবসে বিক্ষোভ ও প্রতিবাদ সভা 

নিজস্ব প্রতিবেদকঃ
১৭ ই আগস্ট সিরিজ বোমা হামলা দিবসে  কাজিপুর উপজেলা ছাত্রলীগ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা ছাত্রলীগের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শেষে দলীয় কার্যালয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
 উপজেলা ছাত্রলীগ সভাপতি রাজু আহমেদের  সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদারের সঞ্চালনায় প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। বক্তব্যে তিনি সিরিজ বোমা হামলা দেশ বিরোধী ষড়যন্ত্র উল্লেখ করে ভয়াবহতা ও পরিনতি সম্পর্কে আলোকপাত করেন।
আরো বক্তব্য রাখেন  উপজেলা কৃষক লীগ সাধারণ সম্পাদক দ্বীন মোহাম্মদ বাবলু,  যুবলীগের সাধারণ সম্পাদক আলী আসলাম ও সেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম প্রমূখ। উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব সরকারসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২০০৫ সালের ১৭ই আগস্ট তৎকালীন বিএনপি জামায়াত জোট সরকার সমর্থিত জঙ্গী সংগঠন (জেএমবি) সারাদেশের ৬৩ টি জেলার ৪’শ স্হানে ৫০০ বোমা ফাটায়, সেদিনের সিরিজ বোমা হামলায় দুজন নিহত সহ দুই শতাধিক মানুষ আহত হয়।