কাজিপুরে সরকারি বিধি মোতাবেক খোরাকী ভাতা পেতে সহকারী শিক্ষকের সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিবেদকঃ
সরকারি বিধি মোতাবেক সাময়িক বরখাস্তকালীন খোরাকী ভাতা সুবিধা পেতে সংবাদ সম্মেলন করেছেন কাজিপুর উপজেলার ৫৬, নং বিলদুয়ারীয়া বেতগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাময়িক বরখাস্তকৃত সহকারী শিক্ষক রেজাউল করিম।
বৃহস্পতিবার (২-সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, চাকরিরত অবস্থায় গত ১/৬/২০১৬ ইং তারিখে তার স্ত্রী মোছাঃ রোকেয়া খাতুন তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করে, সে সূত্রে গত ২৮/১২/২০১৬ ইং তারিখে তাকে সাময়িক বরখাস্ত করে চিঠি দেয়া হয় যার স্বারক নং জেপ্রাশিঅ/সিরাজ/সা:ব:/কাজিপুর/ ২০১৬/৫৪৪৭/৫ তাং ২৮/১২/২০১৬ চিঠিতে পরিস্কারভাবে উল্লেখ আছে যে সরকারি বিধি মোতাবেক সাময়িক বরখাস্তকালীন সময়ের খোরাকী ভাতা সুবিধা পাবে। নির্দেশনা অনুযায়ী খোরাকী পেলেও অজ্ঞাত কারনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ
গত ১/৭/২০১৮ ইং তারিখ হতে খোরাকী ভাতা বন্ধ রয়েছে। এবিষয়ে একাধিক বার সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করলে কোনো সুরাহা আসেনি। এমতাবস্থায় আমি আমার পরিবার নিয়ে চরম অর্থনৈতিক সংকটে পরে মানবেতরভাবে জীবন-যাপন করছি। বিষয়টি গণমাধ্যমের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছি।
