কাজিপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের ঘটনায় পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে মামলা ! মামলা তুলে নিতে হুমকি
নিজস্ব প্রতিবেদকঃ
কাজিপুরের দুর্গম চরাঞ্চলের নিশ্চিতপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের ঘটনায় পুলিশ সদস্য শাকিল ও তার পরিবারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে স্ত্রী নুসরাত জাহান স্বর্ণা।
একইসাথে মামলা তুলে নিতে নানা ধরনের হুমকি প্রদান করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
লিখিত অভিযোগ সুত্রে জানা যায়,
অসহায় দরিদ্র পোশাক শ্রমিক স্বপনের মেয়ে নুসরাত জাহান স্বর্ণা (১৮) এবং পাশ্ববর্তী চরদোরতা গ্ৰামের আঃ বারীর ছেলে পুলিশ সদস্য শাকিল রানা পূর্ব সম্পর্কের জেড়ে ইসলামী শরিয়াহ অনুযায়ী গত ২৪/০৪/২০২১ ইং তারিখে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়। বিয়ে পরবর্তী শাকিল রানা স্ত্রীকে নিজ বাড়িতে রেখে কর্মস্থলে চলে যায়, পরিবারের অমতে বিয়ে করায় শাকিল রানার পরিবারের সদস্যরা ৫ লাখ টাকা যৌতুকের দাবিতে (৩লাখ পরিশোধিত) স্বর্ণার উপর অত্যাচার নির্যাতন অব্যহত রাখে। স্বামী শাকিল রানার অনুপস্থিতি ও নিশ্চুপ ভুমিকায় গত ১৮/০৬/২০২১ ইং তারিখে শ্বশুর বাড়ির লোকজন স্বর্ণাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে বের করে দিলে বাবার বাড়িতে আশ্রয় নেয়।
পরবর্তীতে ডাকযোগে তালাকের নোটিশ পেয়ে ঘটনা উল্লেখ পূর্বক গত ১১/০৮/২০২১ ইং তারিখে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ এ অভিযোগ দায়ের করেন স্বর্ণা। মামলা নং ২৯৬/২০২১। স্বর্ণা জানায়, প্রতিপক্ষ প্রভাবশালী, মামলা তুলে নিতে ভয়ভীতি দেখানো হচ্ছে আমাদেরকে। সামাজিকভাবে ইউপি চেয়ারম্যান, মেম্বারের মাধ্যমে একাধিকবার মিমাংসার উদ্যোগ নেয়া হয়েছে, সাড়া পাওয়া যায়নি, যেকোন মূল্যে সংসার করতে চাই।
ঘটনার সত্যতা স্বীকার করে
নিশ্চিতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জালাল উদ্দিন জানান, প্রাথমিক পর্যায়ে দু’পরিবারেরে মধ্যে যৌতুকের বিষয়ে ঝামেলা থাকলেও পরিবারের অমতে শাকিল রানা স্বর্ণাকে বিয়ে করে, পরবর্তীতে যৌতুকের দাবিতে মেয়েটিকে মার-ধর করে বাড়ি থেকে বের করে দেয়। মেয়ে পক্ষ এসেছিল আইনের সহায়তা নিতে পরামর্শ দিয়েছি।
এবিষয়ে শাকিল রানার পিতা আঃ বারী জানান, এ বিয়ে আমার পরিবারের কেউ মেনে নেয়নি।