কাজিপুরে যমুনা নদীর তীর ভাঙ্গন প্রতিরোধ কাজের শুভ উদ্বোধন।
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জের কাজিপুরে যমুনা নদীতীর ভাঙ্গন প্রতিরোধে – উপজেলার সিংড়াবাড়ী, পাটাগ্রাম ও বাঐ খোলা এলাকায় প্রকল্পপের আওতায় খুদবান্দি ও সিংড়াবাড়ী এলাকার নদীর সংরক্ষণ স্থায়ী প্রতিরক্ষা কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩১মে) দুপুরে উক্ত কাজের শুভ উদ্বোধন করেন, সিরাজগঞ্জ-১ কাজীপুর আসনের মাননীয় সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়। এ সময় তিনি বলেন, যমুনা ভাঙ্গনের কবল থেকে কাজিপুরবাসী শীঘ্রই রক্ষা পেতে চলেছে। ইতিমধ্যে অনেক কাজই সম্পন্ন হয়েছে। বাকী কাজ টুকু ও তাড়াতাড়ি সম্পন্ন হয়ে যাবে। এতে করে মানুষ তার ভিটা-মাটি রক্ষা করতে পারবে ।
এসময় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জ জেলা নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম, উপ-বিভাগীয় প্রকৌশলী এ,কে,এম রফিকুল ইসলাম, কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, কাজিপুর সদর ইউপি চেয়ারম্যান টি,এম আতিকুর রহমান, পিআইও এ,কে,এম শাহ আলম মোল্লা, পাউবো’র উপ-সহকারী প্রকৌশলী হায়দার আলী, নাসির উদ্দিনসহ অনেকে উপস্থিত ছিলেন । পাউবো’র তত্ত্বাবধানে প্রকল্পের আওতায় ক্ষতিগ্রস্ত তীর প্রতিরক্ষা কাজ পূণর্বাসন, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ মেরামত ও অন্যান্য কম্পোনেন্টসহ ৬ কিলোমিটার নদীতীরে স্হায়ী সংরক্ষন কাজ বাস্তবায়ন করা হবে। ৬০০০ মিটার এর মধ্যে সিংড়াবাড়ী, পাটাগ্রাম ও বাঐখোলা এলাকায় ৪৮০০ মিটার এবং সিমলা-পাঁচঠাকুরী এলাকায় ১২০০ মিটার নদী তীর সংরক্ষন কাজ অন্তর্ভুক্ত রয়েছে। প্রকল্পটির ব্যয় ৫৬০ কোটি টাকা। সমাপ্তির তারিখ জুন ২০২৩। চলতি অর্থবছরের মোট বরাদ্দ ৩ কোটি ৮০ লাখ টাকা। নকশা দপ্তরের নির্দেশনা মোতাবেক চলতি বন্যা মৌসুমে জিও ব্যাগ ব্যবহার করে ভাঙ্গনের বিস্তৃতি রোধ করা হবে এবং স্থায়ী কাজ সম্পন্ন হবে বন্যা পরবর্তী শুকনা মৌসুমে।
এছাড়াও প্রকৌশলী তানভীর শাকিল জয় চরাঞ্চলের বিভিন্ন ইউনিয়নের প্রকল্পের কাজ পরিদর্শন করেন। চরাঞ্চলের প্রাণকেন্দ্র নাটুয়ারপাড়াকে রক্ষায় সরকারি বরাদ্দের পাশাপাশি বাঁধের জন্য তিনি ২০ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা দেন। নাটুয়ারপাড়ার নদী তীর সংরক্ষণের জিও ব্যাগ ফেলার কাজের শুভ উদ্বোধন করেন।