কাজিপুর

কাজিপুরে মেঘাই সমবায় সুপার মার্কেট উদ্বোধন করলেন এমপি জয় 

নিজস্ব প্রতিবেদকঃ
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সদর ইউনিয়নের মেঘাই পুরাতন বাজারে সূদৃশ্য বহুতল ভবনের মেঘাই সমবায় সুপার মার্কেট শুভ উদ্বোধন করেন সিরাজগঞ্জ -১ আসনের এমপি তানভীর শাকিল জয়।
শনিবার (২৬-মার্চ) বিকেলে ইদ্রিস আলী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, মহান স্বাধীনতা দিবসে আপনাদের কাঙ্ক্ষিত স্বপ্ন সমবায় সুপার মার্কেট উদ্বোধন করতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং ব্যবসা বাণিজ্যে সফলতা কামনা করছি। গ্ৰামাঞ্চলের ক্রেতা সাধারণ শহরের মতো সুবিধা পাবে আশা করি।
পাঁচ তলা বিশিষ্ট ফাউন্ডেশনে নির্মিত ভবনের তিন তলা পর্যন্ত মার্কেট,প্রতি ফ্লোরে দোকান সংখ্যা ১০৬টি। এই ধরনের মার্কেটের স্বপ্নদ্রষ্টা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চার বারের নির্বাচিত চেয়ারম্যান মরহুম ইসমাইল হোসেন, স্থানীয়রা জানান তার সুযোগ্য ছেলে- সদর ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান বিপ্লব। আসাদুল ইসলামের সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেফাজ উদ্দিন মাস্টার, কাজিপুর পৌর মেয়র আঃ হান্নান তালুকদার, নাটুয়ারপারা ইউপি চেয়ারম্যান আঃ মান্নান চান, উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব সরকার, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আঃ মতিন মাস্টার সহ প্রমুখ।