কাজিপুরে মাইজবাড়ীর বিভিন্ন গ্রামে দুঃস্থদের মাঝে নলকুপ বিতরণ।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
এলজিএসপি-৩ এর প্রকল্পের ৩৫১৪৪৬ টাকায় বরাদ্দে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মাইজবাড়ী ইউনিয়নের বিভিন্ন গ্রামের ২৭টি দুঃস্থ গরীব জনসাধারণের মধ্যে বিশুদ্ধ পানি সরবরাহের জন্য বিনামূল্যে নলকুপ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ মে) পরিষদ মাঠে নলকুপ বিতরণ অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শত্তকত হোসেন ছাকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইউএনও মোঃ জাহিদ হাসান সিদ্দিকী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। এসময় উপস্থিত ছিলেন পিআইও এ কে এম শাহ্ আলম মোল্লা, ইউপি সচিব মোঃ জাকির হোসেন, ইউপি সদস্য আব্দুল লতিফ, জাহাঙ্গীর আলম, নাসির উদ্দিন, লুৎফর রহমান, মোকলেছুর রহমান, আব্দুস ছালাম, শাহজামাল, শামছুল হক, শফিকুল ইসলাম, লতা খাতুন, মিনা খাতুন, আঞ্জুয়ারা খাতুন, সাংবাদিক টি এম কামাল প্রমুখ।