কাজিপুরে বিশাল আকৃতির গাঁজা গাছসহ বিক্রেতা গ্রেফতার
মাসুদ রেজা, নিজস্ব প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কাজিপুর থানা পুলিশের ধারাবাহিক অভিযানে ০১ (এক) মাদক ব্যবসায়ীকে বিশাল আকৃতির গাঁজার গাছসহ গ্রেফতার করা হয়েছে।
বুধবার (৭ সেপ্টেম্বর) জেলা পুলিশ সুপার মোঃ আরিফুর রহমান মন্ডল বিপিএম(বার) পিপিএম (বার) এর সার্বিক দিক নির্দেশনায় কাজিপুর থানাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্ত পিপিএম ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ হাসিবুল্লাহ এর তত্ত্বাবধানে একটি অভিযানিক দল ৬ই সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল ১৭.১৫ ঘটিকার সময় কাজিপুর থানাধীন চালিতাডাঙ্গা ইউনিয়নের বর্শিভাঙ্গা পশ্চিমপাড়া গ্রামস্থ মোঃ গোলাম মোস্তফা (৩৫) এর নিজস্ব বাড়িতে এক অভিযান পরিচালনা করা হয়।
এ সময় মোঃ গোলাম মোস্তফা (৩৫) পিতা-মৃত শাহ আলী এর বসত বাড়ীর পশ্চিম দুয়ারী ঘরের পিছন হইতে ০১ (এক) টি গাঁজার গাছ, যাহার ওজন-কাঁচা অবস্থায় ০২ কেজি ৩০০ গ্রাম সহ উদ্ধার করা হয়।
গাঁজা গাছ উদ্ধার পূর্বক মোঃ গোলাম মোস্তফা (৩৫), পিতা-মৃত শাহ আলী, সাং-বর্শিভাঙ্গা পশ্চিমপাড়া, থানা-কাজিপুর, জেলা-সিরাজগঞ্জকে গ্রেফতার করা হয়।
এই সংক্রান্তে কাজিপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু হইয়াছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ গোলাম মোস্তফা (৩৫) কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।