কাজিপুর

কাজিপুরে বিদ্যালয়ের সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ

কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের চরভানুডাঙ্গা ইছামতি উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন কেন্দ্র করে বর্তমান সভাপতি মোস্তাফিজুর রহমান কামরুল ও সভাপতি প্রার্থী মোখলেছুর রহমানের গ্ৰুপের মধ্যে সংঘর্ষ হয়। গত বৃহস্পতিবার ৩০ সেপ্টেম্বর ঘটিত সংঘর্ষে উভয় পক্ষের ১জন করে ২ জন আহত হয়।

এবিষয়ে মোস্তাফিজুর রহমান কামরুল বাদি হয়ে ১০ জন নামীয় ও অজ্ঞাত ১০/১৫ জন উল্লেখ করে কাজিপুর থানায় অভিযোগ করেছে।

অভিযোগে তিনি উল্লেখ করেন সভাপতি প্রার্থী মোখলেছুর রহমান দীর্ঘদিন ধরে বিরোধের চেষ্টা করে আসছেন, ঘটনার দিন স্কুল চলাকালীন তার নেতৃত্বে অজ্ঞাত ১০/১২ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জোরপূর্বক স্কুলে প্রবেশ করে পরিছন্ন কর্মী জুয়েল রানা এবং অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ও ক্যাশিয়ার নাজমুল হককে আহত করে।

বিবাদী মোখলেছুর রহমান জানান, বর্তমান সভাপতির বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন প্রতিষ্ঠান বিরোধী অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ আছে।

এবিষয়ে কাজিপুর থানা অফিসার ইনচার্জ পঞ্চনন্দ সরকার অভিযোগ প্রাপ্তি নিশ্চিত করেছেন।