কাজিপুরে বালুর পয়েন্টে জমে থাকা পানিতে ডুবে শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদকঃ
কাজিপুরে বালুর পয়েন্টে জমে থাকা পানিতে ডুবে সুমাইয়া আক্তার (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি উপজেলার মাইজবাড়ি ইউনিয়নে বিলচতল গ্রামের বক্কর আলীর মেয়ে।
বৃহস্পতিবার (২৫- মার্চ ) দুপুর ৩টা দিকে ঘটনাটি ঘটে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে দেখা দিয়েছে চরম ক্ষোভ। এলাকাবাসী দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
স্থানীয়রা জানান, বালু মহলের প্রচলিত নিয়ম কানুন উপেক্ষা করে পানি নিষ্কাশনের ব্যবস্থা না রেখে পার্শ্ববর্তী বিলচতল গ্রামের হারুন অর রশিদের পুত্র ফারুক সহ তার সহযোগী নিলয়, ইমন, সোহাগ,ছাইদুল,সুমন মিলে বিলচতল গ্রামে বালু উত্তোলনের ফলে বালির পানি আশপাশের ১০/১২ টি বাড়িতে ঘরের উঠানে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এ বিষয়ে স্হানীয় ইউপি সদস্য ও উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করা হয়েছে।
আজ দুপুরে শিশুটি বাড়ির পাশেই খেলছিল। কিন্তু আকষ্মিকভাবে শিশুটি
বালির পয়েন্টে জমে থাকা পানিতে ডুবে মারা যায়।
