কাজিপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ ।
আজিজুর রহমান মুুুন্না,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের চালিতাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। রোববার (৩০জুন) ফাইনাল খেলায় হাটশিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে শিমুলদাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয় ও চরভানুডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে শ্যামপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয় হয়েছে। বিজীয় দলের হাতে পুরস্কার তুলেদেন চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল। এসময় উপস্থিত ছিলেন, এটিও উত্তম কুমার, প্রধান শিক্ষক নজরুল ইসলাম, আব্দুল খালেক, প্রধান শিক্ষিকা মাকছুদা খাতুন প্রমুখ।