কাজিপুরে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার গান্ধাইল গ্রামে বাড়ির পাশের ডোবায় পড়ে মজিবর রহমান নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহতের পরিবারসূত্রে জানা গেছে, গত শনিবার (১৮ জানুয়ারি) দুপুর থেকে ওই বৃদ্ধকে কোথাও পাওয়া যাচ্ছিলো না। খোঁজাখুঁজির এক পর্যায়ে সন্ধ্যায় বাড়ির পাশের ডোবায় তার মৃত দেহ ভেসে উঠলে তাকে উদ্ধার করা হয়। পরে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।