কাজিপুরে নৌকার মনোনয়নপ্রাপ্তদের সাথে এমপি তানভীর শাকিল জয়এর মতবিনিময়সভা অনু্ষ্ঠিত
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
আসন্ন পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার ১২ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন প্রাপ্তদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ ডিসেম্বর) দুপুরে কাজিপুর উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের উক্ত মতবিনিময় সভা অনু্ষ্ঠানের প্রধান অতিথি বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ-১ কাজিপুর আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়।
মতবিনিময় সভার সভাপতিত্ব করেন, কাজিপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শওকত হোসেন। নৌকা প্রতীক প্রাপ্তদের উদ্দেশ্যে এমপি জয় বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপনাদের নৌকা প্রতীক দিয়েছেন। এর সম্মান রক্ষা করার দায়িত্ব আপনাদের। আশা করি নৌকার ঘাঁটি কাজিপুরে আপনারা দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে একযোগে কাজ করবেন।
এসময় সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট বীরমুক্তিযোদ্ধা কে,এম হোসেন আলী হাসান, সহ-সভাপতি ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এর সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু ইউসুফ সূর্য, কাজিপুর উপজেলা আওয়ামীলীগের লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী প্রমুখ বক্তব্যে রাখেন ।
অনু্ষ্ঠানের শেষে কাজিপুরের ১২ ইউনিয়নের নৌকা প্রতীক প্রাপ্তদের হাতে মনোনয়ন ফরম তুলে দেন, এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয়। উল্লেখ্য, আগামী ৫ জানুয়ারি-২০২২খ্রীঃ কাজিপুরে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ।