কাজিপুরে নিরাপদ খাবার পানির উৎস বন্ধের প্রতিবাদে ইউপি সদস্যসহ আহত-৪

নিজস্ব প্রতিবেদকঃ
 

কাজিপুরে আয়রন ও আর্সেনিক মুক্ত নিরাপদ পানির উৎস বন্ধের প্রতিবাদ করতে গিয়ে ইউপি সদস্য জুয়েল রানা, স্ত্রী, মা, বোন সহ ৪জন আহত হয়েছে।
সোমবার (১৯-এপ্রিল) সকালে কাজিপুর সদর ইউনিয়নের বিলদুয়ারিয়া বেতগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এবিষয়ে ৪ জনের নাম উল্লেখ করে কাজিপুর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছে ভুক্তভোগী ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য জুয়েল রানা।

স্বানীয় সূত্রে জানা গেছে, এলাকাবাসীর স্বাস্থ্য সুরক্ষায় আয়রন ও আর্সেনিক মুক্ত সুপেয় পানি নিশ্চিত করতে ইউকেএইড, ইউনিসেফ ও ডিপিএইচই’র অর্থায়নে ২০১৪ সালে অক্সফাম ও এমএমএস একটি পানি শোধন ফিল্টার (ট্যাংকি) স্থাপন করে। একটি টিউবওয়েলের মাধ্যমে ফিল্টারে পানি উৎস রাখা আছে। এলাকার প্রায় ১৫০টি পরিবার এই নিরাপদ পানির সুবিধা ভোগ করে আসছে। স্থানীয় বাসিন্দারা জানায়, ফিল্টারের টিউবওয়েল থেকে পানি সরবরাহ কষ্টসাধ্য বিধায় এলাকাবাসী চলতি রমজানে পার্শ্ববর্তী মসজিদের পাম্প থেকে পাইপ সংযোগ দিয়ে সাময়িক ভাবে পানি সরবরাহ করছিল।
 অভিযোগ সূত্রে জানা যায় , গত ৩ দিন পূর্বে অভিযুক্ত বেতগাড়ি গ্ৰামের ( বর্তমান দুবলাই ভাঙ্গাবাড়ি) আবু সাইদ (মিলিটারি), আক্তার হোসেন (৫৫), সজিব মিয়া(২০) এবং আসকান আলী(৩৫) ট্যাংকিতে পানি সরবরাহের পাইপ খুলে রাখে। এতে করে ১৫০ পরিবার বিশুদ্ধ খাবার পানির সংকটে পরে।

স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে বিষয়টি সুরাহার উদ্দেশ্যে স্থানীয় মুরব্বিদের অবগত করেন ইউপি সদস্য  জুয়েল। এতে পুণরায় সংযোগ পাইপ লাগাতে বাধ্য ও ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরাসহ অজ্ঞাত ৭/৮ জন বাঁশের লাঠি ও লোহার দা নিয়ে জুয়েলের বাড়ির সামনে তার উপর আক্রমন করে। আত্মচিৎকারে পরিবারের সদস্যরা এগিয়ে আসলে বেধড়ক পিটুনিতে জুয়েলের মা, বোন ও স্ত্রী মারাত্মকভাবে আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
অভিযোগের বিষয়টি নিশ্চিত করে কাজিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা পিএন সরকার আজকের সিরাজগঞ্জকে জানান, বিষয় তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

***
আরো পড়ুন
Close Ad

Sirajganj News24 is a major online daily newspaper in Sirajganj, Bangladesh, published from Sirajganj in the Bengali language. Based on News, Sirajganj News24 is the largest newspaper in Sirajganj. The online portal of Sirajganj News24 is the most visited Sirajganj. Sirajganj News24 was founded on 16 January 2017. Tahmina Hossain Koly is the chief editor of the newspaper.