কাজিপুরে নারী দিবসে আলোচনা
স্টাফ রিপোর্টারঃ
সিরাজগঞ্জের কাজিপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। “করোনা কালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব” প্রতিপাদ্যে সোমাবার (৮ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের একাংশ) আসনের সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয়। তিনি বলেন, ” বিশ্বের তিনজন প্রথিতযশা নারীর তালিকায় শেখ হাসিনার নাম এসেছে। এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। ভালো কাজের পুরস্কার ভালোই হয়। দেশে নারী পুরুষের সমতা আছে বলেই আমরা উন্নয়শীল দেশের কাতারে নাম লেখাতে পেরেছি।
” অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়য়ক কর্মকর্তা চিত্রা রানী সাহা। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। অন্যান্যদের মধ্যে মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) এবিএম আরিফুল ইসলাম, কাজিপুর উপজেলা আ.লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান শওকত হোসেন, পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার প্রমূখ।
