কাজিপুরে দু’দিন ব্যাপী বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ-
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ৪১ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ’ র শুভ উদ্বোধন করা হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রেনালয়ের পৃষ্ঠপোষকতায় ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্বাবধানে রবিবার (২২ ডিসেম্বর) দু’ দিন ব্যাপী এ বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন করেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফিরোজ মাহমুদ এবং কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী।
এসময় আরো উপস্থিত ছিলেন, কাজিপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা, উপজেলা মহিলা ভাইস চেয়াম্যান শাপলা খাতুন, উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ প্রমুখ।