কাজিপুরে দশম শ্রেণির ছাত্রী মনিকা অপহরণের ২৬দিন পর মামলা নিলো থানা পুলিশ।
কাজিপুর প্রতিনিধিঃ
কাজিপুরে দশম শ্রেণির ছাত্রী মনিকা খাতুন অপহরণের ২৬ দিন পর মামলা নিলো কাজিপুর থানা পুলিশ। অপহরণের তিনদিনপর মনিকার বাবা গত ২৫ ফেব্রুয়ারি টব কাজিপুর থানায় একটি জিডি করেন। কিন্তু কোন মেয়ে উদ্ধারে কোন ভূমিকা নেয়নি। পরে মনিকার বাবা মোজাম্মেল হক পাঁচজনের নাম উল্লেখ করে মামলা করতে চাইলে কাজিপুর থানার ওসি মামলা মামলা নেননি। কাজিপুর থানায় দেয়া জিডি ও স্থানীয়সূত্রে জানা গেছে, রৌহাবাড়ি গ্রামের মোজাম্মেলের মেয়ে সোনামুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী মনিকা খাতুন (১৫) কে গত ২১ ফেব্রুয়ারী সকাল ১০ টায় স্কুলে যাবার পথে একই গ্রামের নওশের আলীর পুত্র স্বপন ওরফে সাগর (২৫) অপহরণ করে। খবর পেয়ে মনিকার পিতা স্থানীয় মুরুব্বিদের নিকট বিচার চেয়ে ব্যর্থ হন। মোজাম হোসেন অভিযোগ করে বলেন, ওসি সাহেব মামলা নেই নিচ্ছি করে মামলাটি রেকর্ড করেননি। কাজিপুর থানার ওসি একেএম লূৎফর রহমান জানান, প্রথমে মেয়ের বাবা একটি জিডি করেন। আমরা তার মেয়েকে উদ্ধারের জন্যে সম্ভাব্য স্থানে অভিযান চালিয়েছি। আর আজকে(মঙ্গলবার) নিয়মিত মামলা নেয়া হয়েছে।