কাজিপুরে ঝুট গুদামে আগুন
স্টাফ রিপোর্টারঃ
সিরাজগঞ্জের কাজিপুরে বাড়িতে থাকা ঝুট কম্বলের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এঘটনায় আনুমানিক ৪ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ওই গোডাউনের মালিক।
বৃহস্পতিবার (২৫ মার্চ) বেলা এগারোটায় উপজেলার শিমুলদাইড় দও পাড়া এলাকার মৃত ওসমান গনির পুত্র আব্দুর রশিদের বাড়িতে থাকা একটি ঝুট কম্বলের গোডাউনে আগুন লাগে। চালের উপর দিয়ে আগুনের ধূয়া দেখতে পেয়ে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে খবর পেয়ে কাজিপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।
জানা গেছে, ঝুট কম্বল রাখা ওই ঘরেই মাটির চুলায় রান্না করা হচ্ছিল। সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়। বাড়ির মালিক আব্দুর রশিদ জানান, “আমার প্রায় ৪ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। একটি ঘর পুরোপুরি পুড়ে গেছে। পাশের ঘরে থাকা একটি ফ্রিজের অর্ধেক পুড়ে গেছে।” রান্না করা ওই ব্যক্তি ঘটনাস্থলেই জ্ঞান হারালে তাকে উদ্ধার করে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
কাজিপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোজাম্মেল হোসেন জানান, খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
