কাজিপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-২ থানায় মামলা দায়ের
নিজস্ব প্রতিবেদক:
কাজিপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ দু’জন গুরুতরভাবে আহত হয়েছে। বুধবার(১৯’জুলাই) দুপুর ২’টার দিকে উপজেলার পৌর এলাকার আলমপুর পশ্চিমপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটেছে। এঘটনায় পরদিন আলমপুর পশ্চিম পাড়া এলাকার বাসিন্দা শাহ জামালের পুত্র ফরহাদ হোসেন বাদী হয়ে ৫’জনের নাম উল্লেখ করে কাজিপুর থানায় একটি মামলা দায়ের করেছে।
স্থানীয় লোকজন ও মামলা সূত্রে জানা যায়, কাজিপুর পৌর সভার আলমপুর পশ্চিম পাড়া এলাকার বাসিন্দা শাহজামাল মন্ডল পৈত্রিক সূত্রে পাওয়া আলমপুর মৌজার জেএল-২৬,আরএস দাগ নং ২০৩,আরএস খতিয়ান নং ৪৩৩ এ ১৫’শতক জমি দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসছে। এমতাবস্থায় বুধবার ১৯’জুলাই দুপুরের দিকে প্রতিপক্ষ একই এলাকার মৃত ভরসা মন্ডলের পুত্র জালাল উদ্দিন গংরা শাহজামালের জমিতে অনধিকার প্রবেশ করে দখলের উদ্দেশ্য জমির একপাশে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে (কোদাল,কাচি ও লাঠিসোটা) পাওয়ার টিলার দিয়ে হালচাষ করতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে শাহজামাল ও তার পুত্র আব্দুর রাজ্জাক, ফরহাদ হোসেন, মেয়ে শাহিনা খাতুন ও মেয়ে জামাই সোহেল রানা বিপু এগিয়ে গিয়ে জমি হালচাষ বন্ধ করতে বলে। এতে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষ জালাল উদ্দীন আব্দুর রাজ্জাকের মাথার পিছনে রাম দা দিয়ে কোপ দিয়ে গুরতরভাবে জখম করে। এসময় শাহিনা খাতুন এগিয়ে আসলে ২’নং আসামি জাহিদুল ইসলাম লালন কাঁচি দিয়ে কোপ দিয়ে ঠোঁটে গুরুতরভাবে আঘাত করে। এতে শাহিনা খাতুনের ঠোঁটের উপরাংশে গুরুতরভাবে জখমপ্রাপ্ত হয়। পরে স্থানীয়রা গুরুতর আহতবস্থায় উদ্ধার করে আহতদের কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠায়। পরবর্তীতে উন্নতর চিকিৎসার জন্য সিরাজগঞ্জের শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বলে জানা গেছে।
ঘটনার পর থেকেই জালাল উদ্দিন গংরা পলাতক থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।
কাজিপুর থানার ওসি (তদন্ত) হাবিবুল্লাহ জানান, এ ঘটনার থানায় একটি মামলা দায়ের হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।