কাজিপুরে চাল ব্যবসায়ীর লাশ উদ্ধার, আটক-৩
নিজস্ব প্রতিবেদকঃ
কাজিপুরের সোনামুখী ইউনিয়নের রৌহাবাড়ী গ্রামের মৃত ফজর আলীর ছেলে চাল ব্যবসায়ী হোসেন আলীর (৪৮) মৃতদেহ একই গ্ৰামের উত্তর পাড়ার মৃত গুটু মিয়ার ছেলে সালামের বসত ঘর থেকে ২৭ মার্চ রোববার ভোররাতে উদ্ধার করেছে কাজিপুর থানা পুলিশ।
চাল বিক্রির বাকী পাওনা টাকা চাইতে গিয়ে হোসেন আলী খুন হয়েছেন বলে ধারণা করছেন নিহতের স্বজনেরা। তারা জানান, নিহত হোসেন আলী সোনামুখী বাজারের একজন চাল ব্যবসায়ী ছিলেন। একই গ্রামের আঃ সালামের নিকট চাল বিক্রির দীর্ঘদিনের পাওনা টাকা চাইতে গেলে তাকে আটকে রাখা হয়েছে মর্মে ২৬ মার্চ শনিবার রাত ১১ টায় ইউ,পি চেয়ারম্যান মারফত খবর পাঠায়। খবর পেয়ে নিহতের মুরব্বি ও স্বজনেরা হোসেন আলীকে উদ্ধার করতে গিয়ে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ২৭শে মার্চ ভোররাতে আঃ সালামের ঘর থেকে মৃতদেহ উদ্ধার করে। স্বজনেরা আরো জানান নিহতের চোঁখ, নাক, কান কাটাসহ শরীরের বিভিন্ন স্থানে ক্ষতের চিহ্ন ও রক্ত ছিলো। এবিষয়ে ইউপি চেয়ারম্যানের বক্তব্য পাওয়া যায়নি।
কাজিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল কুমার দত্ত (পিপিএম) জানান, ঘটনায় সালাম পলাতক থাকলেও জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রী রুবিয়া বেগম (৪৫), কন্যা জেসমিন খাতুন (২২) ও রাহা খাতুনকে (১৭) গ্ৰেফতার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ সিরাজগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেসা মুজিব হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।