কাজিপুর

কাজিপুরে গাভীর ৬ পা বিশিষ্ট বাছুর প্রসব

নিজস্ব প্রতিবেদকঃ 
 

সিরাজগঞ্জের কাজিপুরে মাইজবাড়ী ইউনিয়নের ছালাভরা গ্রামের আব্দুল মিয়ার পুত্র আলী আকতারের গাভী ৬ পা বিশিষ্ট বাছুর প্রসব করেছে। 
রবিবার (২৫-এপ্রিল) তার কালো রঙের বিদেশী গাভী  ৬ পা বিশিষ্ট বাছুরের জন্ম দেওয়ায় বাছুর টি একনজর দেখার জন্য ভীড় জমিয়েছে স্থানীয় বাসিন্দারা। 

গাভীটির লালন-পালনকারী আক্তারের স্ত্রী রঞ্জনার সাথে কথা বলে জানা যায়, জন্ম নেওয়া বাছুরটি ৪টি স্বাভাবিক পা আছে, তারপরেও পিছনের দিকে আরো ছোট-বড় দুটি পা আছে এবং মলদ্বার বন্ধ রয়েছে। বাছুরটি স্বাভাবিকভাবে হাটতে পারে, দুধ খেতে পারলেও পায়খানা প্রসাব করতে পারে না। এই  নিয়ে পরিবারটি খুব চিন্তিত আছে। 

এ বিষয়ে উপজেলা প্রাণী সম্পদ  কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, আমি বাছুরটি দেখেছি আগামীকাল অপারেশনের কথা রয়েছে। তবে ভিতরে যদি আরেকটি বাছুর থাকে সেক্ষেত্রে অপারেশন করা ঝুকিপূর্ণ হবে।