কাজিপুর

কাজিপুরে এম মনসুর আলী ইকোপার্কের নদী তীর সংস্করণ কাজ শেষ না হতেই ধ্বসে পড়েছে।

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃ

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ঢেকুরিয়া গ্রামে যমুনা নদী তীর সংলগ্ন নির্মাণাধীন শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী ইকোপার্কের নদী তীর সংস্করন কাজ শেষ না হতেই সামান্য বৃষ্টিতেই বাঁধের মাঝখানে ধ্বসে পড়েছে। বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট এর অর্থায়নে এবং পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রণালয়ের তত্ত্বাবধায়নে নির্মাণাধীন এই প্রকল্পটির মোট ব্যয় ১৪৯৯.০০ লক্ষ টাকা। এই প্রকল্পের নদী তীর সংস্করনের কাজ পায় মেসার্স সালেহ্ আহমেদ ট্রেডার্স। কাজের গুনগত মান ভালো না হওয়া সত্ত্ব্যেও গত ঈদের আগেই তড়িঘড়ি করে নির্মানের নির্মান সামগ্রী ব্যবহার করায় এই ঘটনা ঘটেছে বলে এলাকা বাসীর দাবী।  কাজিপুরে শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী ইকোপার্ক স্থাপনের মাধ্যমে জনগনের বিনোদনের সুযোগ সৃষ্টি প্রকল্পটির মুল উদ্দেশ্য। কিন্তু নিয়মের তোয়াক্কা না করে নির্মানের নির্মাণ উপকরণ ব্যবহার করা হয়েছে ঢালাও ভাবে। গত ২৭-০৫-১৯ ইং তারিখে পরিদর্শনে গিয়ে এর সত্যতা মেলে পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের ওয়ার্ক এ্যাসিস্টেন্ট ও বন কর্মকর্তা কাজিপুর উভয়ের উপস্থিতিতে চলমান কাজ দেখে। তাদের ভাষ্যানুযায়ী নদী তীর সংস্করন অংশে মাটির উপর চার ইঞ্চি মোটা বালুর প্রলেপ দিয়ে জিওটেক্স বিছিয়ে তার উপর চার ইঞ্চি ৩/৪ সাইজের ইটের খোয়ার প্রলেপের উপরে সিসি ব্লক সাজানোর নিয়ম। কিন্তু তারা স্বীকার করেন নিয়মানুযায়ী কাজ না করে ঠিকাদার তার ইচ্ছামত নির্মানের ইটের খোয়া, অপর্যাপ্ত ইট এবং বালুর প্রলেপের উপর সিসি ব্লক সাজানো হচ্ছে। সাংবাদিক পরিচয় জানার পরে কর্মকর্তাদ¦য় তাৎক্ষণিক কাজ বন্ধ করে দেয়।  গত ১২ জুন পুনরায় পরিদর্শনে গিয়ে দেখা যায় সামান্য বৃষ্টির পানিতেই ধ্বসে পড়েছে ইকোপার্কের তীর রক্ষা বাঁধের একাংশ। প্রকল্পটির নির্মাণ কাজ সঠিকভাবে না হওয়ায় এলাকাটি যে কোন সময় যমুনা নদীর ভাঙ্গনের কবলে পরতে পারে এমনটাই জানিয়েছেন এলাকাবাসী।