কাজিপুর

কাজিপুরে ইয়াবা ও হেরোইন সহ আটক-৪

নিজস্ব প্রতিবেদকঃ
কাজিপুরে ৬০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১৫ গ্ৰাম হেরোইন সহ ৪ মাদক ব্যবসায়ী কে আটক করেছে কাজিপুর থানা পুলিশ।
কাজিপুর থানা সূত্রে জানা গেছে, গত ১৮ আগষ্ট বুধবার গভীর রাতে উপজেলার আলমপুর গ্রামের সেচপাম্পের ঘর থেকে মানিক পোটল গ্ৰামের দুদু মিয়ার পুত্র সেলিম রেজা ৩৪) কে, আলমপুর গ্রামের মোকলেস তালুকদারের পুত্র রুবেল তালুকদার (৩৫) কে ১০ গ্রাম হেরোইন সহ গ্রেপ্তার করে।
অপর একটি অভিযানে বৃহঃপ্রতিবার ১৯ আগষ্ট সকালে উপজেলার মেঘাই ঘাট থেকে সাতকয়া গ্ৰামের মৃত ওসমান গনির পুএ খাইয়ুল ইসলাম (২৩) কে ৬০ ( ষাট)পিছ ইয়াবা এবং সিমান্তবাজার থেকে বরইতলী গ্ৰামের আয়নাল হকের পুত্র রহুল আমিন ( ৩৫) কে ৫ গ্রাম হেরোইন সহ গ্রেফতার করে।
কাজিপুর থানার অফিসার ইনচার্জ পিএন সরকার জানান,উক্ত আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে অদ‍্য ১৯ আগষ্ট বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।