কাজিপুরের সোনামুখিতে ৯’শ পিচ ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ী আটক !
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জের কাজিপুরে ৯শ পিচ ইয়াবা সহ মানিক নামের এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার রাতে ডিবি পুলিশের বিশেষ অভিযানে কাজিপুরের সোনামুখি গ্রামের নাজমুলের ইট ভাটার সামনে থেকে মানিক (২২) নামের যুবককে আটক করে। সে সিরাজগঞ্জ সদর থানা ব্রাক্ষনবয়রা গ্রামের হবিবর রহমান হবির ছেলে। সিরাজগঞ্জ ডিবি পুলিশের উপ-পরিদর্শক নাজমুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে কাজিপুরের সোনাতলায় অভিযান চালানো হয়। সেখান থেকে ৯শ পিচ ইয়াবা সহ মানিক নামে এক যুবককে আটক করি। তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।