কাজিপুর

কাজিপুরের পাঁচগাছি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী হামিদ ২০’বছরেও এমপিওভুক্ত হতে পারেননি ! করছেন মানবেতর জীবনযাপন 

 নিজস্ব প্রতিবেদকঃ
কাজিপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের পাঁচগাছি গ্ৰামের গরীব কৃষক মৃত এন্তাজ আলীর ছেলে সহজ সরল আব্দুল হামিদ পরিবার পরিজনের দু’বেলা দু’মুঠো খাবার নিশ্চিত করতে নিজ গ্ৰামের পাঁচগাছি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে নৈশপ্রহরী পদে চাকুরী নেন‌। ১৯১৯ সালে স্কুল প্রতিষ্ঠালগ্নের এই নিয়োগের শর্তানুযায়ী  হামিদ পারিবারিক ২৯ শতাংশ জমি স্কুলে দান করেন এবং নগদ ৫০ হাজার টাকা প্রদান করতে আরো ৩৪ শতাংশ কৃষি জমি বিক্রি করেন।  এছাড়াও বিভিন্ন সময়ে আরো ৫০ হাজার টাকা প্রদান করে এমপিও ভুক্ত না হওয়া পর্যন্ত বিনা বেতন শর্তে চাকরি করছেন।
মানবেতর জীবনযাপনকারী নিঃস্ব প্রায় হামিদ আশায় বুক বেঁধে ছিলেন একদিন স্কুলসহ তিনি এমপিও ভুক্ত হবেন, ছেলেটাকে শিক্ষিত করবেন, নিত্য অভাবী সংসারে সচ্ছলতা আসবে।
 ১৯৯৯ থেকে ২০২১, মাঝে কুড়ি বছর পেড়িয়ে গেছে, স্কুল এমপিও ভুক্ত হয়েছে, শিক্ষক কর্মচারীরা সরকারি সুযোগ-সুবিধা ভোগ করছে, শুধু হামিদ এখন পর্যন্ত নৈশপ্রহরী হিসেবে এমপিও ভুক্ত হতে পারেননি।
কারন হিসেবে তিনি জানান, প্রধান শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অনৈতিক যোগসাজশে তার পরিবর্তে আরেক জনকে বিধিবহির্ভূত ভাবে নুতন নিয়োগ দিয়ে এমপিও ভুক্ত করতে অনলাইন আবেদন  করেছে। নতুন নিয়োগের ক্ষেত্রে ৮’লক্ষ টাকা ঘুষ নিয়েছে। গত ২৩/১১/১৯৯৯ ইং তারিখে “দৈনিক করতোয়া” পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপনের প্রেক্ষিতে আবেদন, পরীক্ষা ও কমিটির সিদ্ধান্ত মোতাবেক
গত ২৮/১২/১৯৯৯ ইং তারিখে নিয়োগ প্রাপ্ত হয়ে কর্মরত আছি। এছাড়াও ব্যানবেইজ ও আইএমএসে নৈশপ্রহরী হিসেবে স্টাফ প্যার্টানে অন্তর্ভুক্ত আছি।
 বিষয়টি স্থানীয় একাধিক মুরব্বি অবগত আছেন। সুরাহার উদ্যোগ নিলেও সমাধান পাননি দাবি করে হামিদ জানান, বিধি মোতাবেক সহায়তা পেতে গত ১০/১১/২০২১ ইং তারিখে বিষয়টি অবগত করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক বরাবরে আবেদন করেছি।
এ বিষয়ে প্রধান শিক্ষক আবু সাঈদ বলেন, আমি গত ২০১৯ সালের ডিসেম্বরে নিয়োগ পেয়েছি, হামিদের সম্পর্কে জানা নেই।
পাঁচগাছি বহুমুখী বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউপি সদস্য ফরিদুল ইসলাম (বাবু) মুঠোফোনে ভুক্তভোগীর অভিযোগ অস্বীকার করেন।