কাজিপুরের চরাঞ্চলে ইভটিজিং,মাদক ও সন্ত্রাস বিরোধী মিছিল
নিজস্ব প্রতিবেদকঃ
কাজিপুর চরাঞ্চলের নাটুয়ারপাড়ায় মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের ক্রমবর্ধমান দৌরাত্মের প্রতিবাদে মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থীরা।
শনিবার (১৯-সেপ্টেম্বর) সকাল ১০টায় একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের ৫’শতধিক শিক্ষার্থী মিছিল নিয়ে নাটুয়ারপাড়া ইউনিয়নের গুলমোড়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এসময় মিছিল থেকে মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের ক্রমবর্ধমান অসামাজিক কার্যকলাপ বিরোধী শ্লোগান দেয়া হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে শিক্ষার্থীদের সাথে একাত্মতা ঘোষনা করে স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেত্ববৃন্দরা ইভটিজিং,মাদক ও কিশোর গ্যাংয়ের অসামাজিক কার্যকলাপ প্রতিহত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
মিছিল ও প্রতিবাদ সমাবেশের ঘটনা নিশ্চিত করেছে নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ তসলিম উদ্দিন।
এবিষয়ে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান চাঁন জানান ইউনিয়ন পরিষদ ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা এই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেছে।