কাজিপুরের চরঅঞ্চলের মানুষের স্বপ্নের নাটোয়ারপাড়া বাধে ভাঙ্গন
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষনে কদিন যাবৎ সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ফলে জেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চল বন্যা কবলিত হয়ে পড়েছে কয়েক হাজার পরিবার। কাজিপুর পয়েন্টে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।
গত ২৪ ঘন্টায় ১০ সেমি. পানি বৃদ্ধি পেয়ে বিপদ সীমার ৫৫ সেমি. উপর দিয়ে বইছে। ক্রমাগত পানি বৃদ্ধির ফলে কাজিপুরের চরাঞ্চলের নানা স্থানে দেখা দিয়েছে ভাঙন। শুকবার সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড এ তথ্য নিশ্চিত করেছেন। এতে করে প্রায় তিন হাজার হেক্টর জমির আমন ধান ও পাট পানিতে তলিয়ে গেছে। ভেসে গেছে কয়েকটি গুরুত্বপুর্ণ ব্রিজ।
এদিকে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় এরই মধ্যে চরাঞ্চলের নাটুয়ারপাড়া রক্ষা বাধে গত মঙ্গলবার দুপুর থেকে ধস শুরু হয়েছে। ভাঙন শুরু হয়েছে খাসরাজবাড়ি ইউনিয়নের সানবান্দা এলাকায়। চরগিরিশ ইউনিয়নের চর ডগলাসে ও মনসুরনগর ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ রাস্তা বিশেষ করে নাটুয়ারপাড়া রক্ষাবাধে ধস দেখা দেয়ায় আতঙ্কে রয়েছে প্রায় পনেরটি গ্রামের অর্ধ লক্ষ মানুষ। বাঁধটির কারণেই এর ভাঁটিতে অবস্থিত চরাঞ্চলের ১৫টি গ্রামের অর্ধলক্ষাধিক মানুষ নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষা পাচ্ছে।
২০১৬ সালে নির্মাণের পর থেকে প্রতিবছরই বন্যার সময় এই বাঁধে ধ্বস নামে। বিভিন্ন ভাবে তৎক্ষনাৎ মেরামতও করা হয়। এবছরও বাঁধটির প্রায় ৪০ মিটার নদীগর্ভে বিলিন হয়েছে।
বৃহস্পতিবার বাঁধের এই ধ্বস ঠেকাতে পানি উন্নয়ন বোর্ডের দেয়া ২ হাজার বালু ভর্তি জিও ব্যাগ ফেলার কাজ করছেন স্থানীয় নেতাকর্মীরা। কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী ভাঙন এবং ধসে যাওয়া স্থানগুলো ঘুরে দেখেছেন। তিনি জানান, ধস ঠেকাতে আমরা উদ্যোগ নিয়েছি। পাউবো’র সাথে কথা হয়েছে। তারাও কাজ শুরু করবে।
এদিকে উপজেলা কৃষি অফিস জানিয়েছে বন্যায় প্রায় সাড়ে তিন হাজার হেক্টর জমির রোপা আমন, পাটসহ অন্যান্য ফসল পানিতে নিমজ্জিত হয়েছে।
কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী জানান, ভাঙন কবলিত মানুষের জন্যে সরকারি যে বরাদ্দ পেয়েছি। তালিকা করে তা বিতরণের কাজ চলমান রয়েছে
