কাওয়াকোলা ইউনিয়নে বন্যাকবলিতদের মাঝে ত্রানসামগ্রী বিতরণ করলেন এমপি হাবিবে মিল্লাত।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ সদর উপজেলার নিম্নাঞ্চল কাওয়াকোলা ইউনিয়নে বন্যা কবলিত গরীব ও দুঃস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের এমপি ও জেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না। বৃহস্পতিবার(১৮ জুলাই) বিকেল ৩টায় কাওয়াখোলা ইউনিয়নের বন্যা কবলিত দূর্গম চরাঞ্চল বেড়াবাড়ী ও বড়কয়ড়ার ৫’শ পরিবারের মাঝে ওই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব মোস্তফা কামাল খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, ভাইস চেয়ারম্যান এস,এম নাছিম রেজা নূর দীপু, কাওয়াখোলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউ’পি চেয়ারম্যান আব্দুল আলীম, সাধারণ সম্পাদক মির্জা আলী আকবর, সাংগঠনিক সম্পাদক রেজা মুন্সী, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক জিয়া বাবু প্রমুখ।