কাওয়াকোলা ইউনিয়নের ১০৮ জন জেলেদের মাঝে চাল বিতরণ
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জের যমুনা নদী হতে জাটকা ইলিশ মাছ ধরা নিষিদ্ধকালীন সময়ে বিরত থাকায় সিরাজগঞ্জ সদর উপজেলার ৮ নং কাওয়াকোলা ইউনিয়নের ১০৮ জন জেলেদের মাঝে জনপরিবারে ৮০ কেজি করে চাল বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার(৫ এপ্রিল-২০২৩) সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার ৮নং কাওয়াকোলা ইউনিয়ন পরিষদ হতে উক্ত চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন।
বিতরণ কার্যক্রম অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান জিয়া মুন্সি ।
এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কাওয়াকোলা ইউপি সচিব মোঃ আলী আশরাফ সরকার, ট্যাগ অফিসার, জাতীয় মৎসজীবি কেন্দ্রীয় কমিটিরসহ-সভাপতি মোঃ সুরুত জামাল তালুকদার,সিরাজগঞ্জ সদর সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ আমজাদ হোসেন, ক্ষেত্র সহকারি মোঃ গোলাম রাব্বী, লিফ মোঃ আঃ লতিফ এবং ইউপি সদস্য মোঃ ছানোয়ার হোসেন মন্ডল , শাহজামাল সেখ, জনাব আলী, মোস্তফা কামাল, আফছার আলী,মোঃ নজরুল ইসলাম, সাজেদা খাতুন, কোহিনূর খাতুন সহ অন্যান্য ইউপি সদস্যগণ সহ ইউপির হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর, উদ্যোক্তা মোঃ ইউসুফ মাহমুদ রিকন সহ কর্মচারীরা এবং সুবিধা ভোগী জেলেদের অনেকে উপস্থিত ছিলেন।