কল্লাকাটা সন্দেহে যুবককে গাছের সাথে বেধে গন ধোলাই দিয়ে পুলিশে সোর্পদ
তৌকির আহাম্মেদ হাসু ,সরিষাবাড়ী (জামালপুর):
জামালপুরের সরিষাবাড়ীতে কল্লা কাটা সন্দেহে রুবেল মিয়া (৩২) নামে এক যুবক কে গাছের সাথে বেধে জনতা কর্তৃক গন ধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করেছে বলে তথ্য পাওয়া গেছে। ঘটনাটি গতকাল রোববার দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের কান্দারপাড়া বাজার জামে মসজিদ এলাকায় ঘটে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে-সরিষাবাড়ী উপজেলার তারকান্দি যমুনা সারকারখানা এলাকায় ভবঘুরে রুবেল মিয়া (৩২)নামে এক ব্যাক্তি সকাল থেকে দুপুর পর্যন্ত এলাপাথাড়ী ঘোরা ফেরা করতে থাকে। দুপুর ২টার দিকে কান্দার পাড়া বাজার জামে মসজিদ এলাকার চা দোকানদার গোলাপ আলী’র চায়ের দোকানে রুবেল চা পান শেষে মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় স্থানীয় লোকজন তাকে কল্লা কাটা হিসেবে সন্দেহ করে গন ধোলাইয়ের পর গাছের সাথে বেধে রাখে স্থানীয় জনতা।পরে মসজিদ কমিটির সাধারন সম্পাদক মতিয়ার রহমান, ইউপি সদস্য মিজানুর রহমান,ইসাহাক আলী,ইমাম শরীফ উদ্দিন,সহ কতিপয় লোকজন তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেন।খবর পেয়ে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রে এস আই ইউনুস আলী ও সঙ্গীয় পুলিশ সদস্যরা তাকে মসজিদের ভিতর থেকে হাত পা বাধা আহত অবস্থায় উদ্ধার করেন।পরে তাকে জেএফ সি এল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে আসে।পুলিশ তার দেহ তল্লাশী করে তার নিকট টুপি,আতর,পান,জর্দ্দা, ও কয়েকটি ঘুমের বড়ি পাওয়া যায় বলে উদ্ধারকারী এস আই ইউনুছ আলী নিশ্চিত করেন।
এ ছাড়াও কল্লা কাটা সন্দেহের শিকার রুবেল মিয়া(৩২) কে জনতা কর্তৃক গনধোলাই,গাছের সাথে বেধে রাখা ও মসজিদের ভিতরে হাত-পা বাধা অবস্থায় রাখার ছবি ও ভিডিও গনমাধ্যম ফেইস বুক মিজানুর রহমান ও এম ডি রব্বানী,এম ডি আকতার উজ্জামান আইডিতে তথ্য হিসেবে প্রকাশ করেছেন
বলে গেছে। আটককৃত যুবক টাঙ্গাইল জেলা ভ’য়াপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কষ্টাপাড়া গ্রামের মৃত গফুর মিয়ার ছেলে রুবেল মিয়া। সে কল্লা কাটে না। তিনি মাদক সেবন,চুরি,হিন্দু সেজে ভিক্ষা করা ও প্রতারনা করাই তার কাজ। সে পরিবার পরিজনের নিকট হতে বিতাডিত।এ বিষয়টি গোবিন্দাসী ইউনিয়নের স্থানীয় ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল কাদের ও ৩ নং ওয়ার্ড়ের ইউপি সদস্য সোহরাব আলী ও রুবেলের বড় ভাই নুরুজ্জামান মিয়া বাবলু মাষ্টারের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে সাংবাদিকদের এ তথ্য জানান।জানতে চাইলে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাজেদুর রহমান জানান,এ বিষয়ে কোন মামলা হয়নি। আটককৃতের বিরুদ্ধে
আইনগত ব্যাবস্থার নেয়ার প্রস্তুতি চলছে।