কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা শাহজাদপুর বাঘাবাড়ীর নৌযান শ্রমিকদের, বিক্ষোভ সমাবেশ
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
সন্ত্রাস, চাঁদাবাজি ও ডাকাতি বন্ধসহ ১১দফা দাবি বাস্তবায়ন না হলে সোমবার (১৫ এপ্রিল) মধ্যরাত থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি নৌযান শ্রমিকেরা। শনিবার (১৩ এপ্রিল) সকালে বাঘাবাড়ি নৌবন্দরে ১১ দফা বাস্তবায়নের দাবিতে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচিতে এমন ঘোষণা দেন শ্রমিক নেতারা। সমাবেশে বক্তারা বলেন, বাল্কহেডসহ সব নৌযানে সন্ত্রাস, চাঁদাবাজি ও ডাকাতি বন্ধ, ২০১৬ সালের ঘোষিত বেতন স্কেলের পূর্ণ বাস্তবায়ন, ভারতগামী নৌযান শ্রমিকদের ল্যান্ডিং পাস প্রদান ও হয়রানি বন্ধ, খাদ্য ভাতা প্রদানসহ নৌযান শ্রমিকদের ন্যায্য দাবিগুলোকে বার বার উপেক্ষা করা হচ্ছে। আগামী ১৫ এপ্রিলের মধ্যে দাবি না মানা হলে ওই দিন রাত থেকেই কর্মবিরতিতে যাবে শ্রমিকেরা। এর আগে, বাঘাবাড়ি নৌযান শ্রমিক ইউনিয়নের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাঘাবাড়ি ওয়েল ডিপোর গেটে গিয়ে শেষ হয়। এরপর সংগঠনের কার্যালয়ের সামনে আধা ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। নৌবন্দরের সব জাহাজ শ্রমিকেরা তাদের কাজ বন্ধ রেখে এ কর্মসূচিতে অংশগ্রহণ নেন। বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন, বাঘাবাড়ি নৌবন্দর শাখার সভাপতি নূরুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব মিয়া, বাঘাবাড়ি নৌবন্দর শাখার, সহ সাধারণ সম্পাদক মো. নূর আলম, জাহাঙ্গীর সরকার, নয়ন আহমেদ, ওলি আহমেদ, নান্নু মিয়া প্রমুখ।