করোনা সচেতনতায় বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের মাস্ক বিতরণ
মোহাম্মদ আশরাফুল, স্টাফ রিপোর্টার :
বিশ্বব্যাপী আতঙ্কের কারণ হিসেবে আবির্ভূত প্রাণঘাতী করোনা ভাইরাস এর কবল থেকে রক্ষা পেতে স্বাস্থ্য সচেতনতায় কাজ শুরু করেছে বঙ্গমাতা সাংস্কৃতিক জোট। শুক্রবার (১৩ মার্চ) এই জোটের কেন্দ্রিয় কমিটির প্রতিষ্ঠাতা সদস্য বিশিষ্ট গীতিকার শেখ শাহ আলমের নেতৃত্বে জনগণকে নিরাপদ রাখতে মাস্ক বিতরণ করা হয়েছে।
রাজধানীর জাতীয় যাদুঘরের সামনে হাজার খানেক পথচারীকে মাস্ক পড়িয়ে দেন এই সংগনের নেতৃবৃন্দ। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগনের যুগ্ম- সাধারন সম্পাদক শ্যামল কান্তি নাগ, অর্থ সম্পাদক শিল্পী আলভী সরকার, দপ্তর সম্পাদক সাগরিকা মন্ডল, সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী, মহিলা বিষয়ক সম্পাদক রহিমা আকতার রিনা, সদস্য রাশেদুল ইসলাম, সোহেল প্রমূখ।