করোনা মুক্ত হয়ে পুনরায় চিকিৎসা সেবায় ও ঘরবন্দীদের সহযোগিতায় উল্লাপাড়ার দু-করোনা যোদ্ধা
উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়ায় তৃতীয় বার ডাঃ আলামিন হোসেন ও দ্বিতীয় বার উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা করোনা মুক্ত হয়ে সুস্থ হবার পর পুনরায় করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবায় ও ঘরবন্দীদের সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন দু-করোনা যোদ্ধা ।
শনিবার ডাঃ আলামিন হোসেন নিজ কর্মস্থল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কাজে যোগ দিয়েই করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা ও টিকা দান কার্যক্রম শুরু করেছেন । স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ফোকাল পার্সন হিসেবে কর্মরত উপজেলা রোগ নিয়ন্ত্রন কর্মকর্তা ডাঃ আলামিন হোসেন করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিতে গিয়ে গত দেড় বছরে ৩ বার করোনায় আক্রান্ত হয়েছেন ।
প্রথম ২০২০ সালের ৭ জুলাই করোনায় আক্রান্ত হন, দ্বিতীয় বার ২০২১ সালের ২৫ জানুয়ারী এবং তৃতীয় বার করোনায় আক্রান্ত হয়েছেন ২৯ জুলাই । গত ৬ আগষ্ট তৃতীয় বার করোনা মুক্ত হয়ে আবার কাজে যোগদান করেছেন । গত দেড় বছরে ডা. আলামিন হোসেন শত শত করোনা রোগীর চিকিৎসা, পরামর্শ প্রদান, মোবাইল ফোনে ক্ষুদেবার্তায় রোগীদের চিকিৎসাপত্র দেওয়াসহ টিকাদান কার্যক্রমে নিবেদিত প্রাণ হিসেবে কাজ করে আসছেন । বার বার করোনায় আক্রান্ত হবার পর তার অনুপস্থিতিতে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের চিকিৎসা কার্যক্রম মারাত্মকভাবে বিঘ্নিত হয় ।
বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা করোনা মুক্ত হয়ে গত শুক্রবার থেকে দলীয় কাজে যোগ দিয়ে আবার পুর্বের ন্যায় করোনায় ঘরবন্দী অসহায় মানুষদের পাশে এসে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন । তিনি প্রথম ২০২০ সালের আগষ্ট মাসে করোনায় আক্রান্ত হন ।
দ্বিতীয় বার ২০২১ সালের ২৯ জুন করোনায় আক্রান্ত হয়েছেন । গত ৪ আগষ্ট তিনি দ্বিতীয় বার করোনা মুক্ত হয়েছেন । করোনা কালিন এই মহা বিপর্যায়ের সময়ে অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে পাওয়া যাচ্ছে তাদের । তারা নিজের জীবন বাজি রেখে বার বার করোনা মুক্ত হয়ে করোনায় আক্রান্ত ও করোনায় ঘরবন্দী মানুষের পাশে এসে দাঁড়িয়েছে ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আনোয়ার হোসেন জানান, উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একমাত্র করোনা চিকিৎসক ডাঃ আলামিন হোসেন বার বার করোনায় আক্রান্ত হয়ে আইসোলেশনে যাওয়ায় হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা কার্যক্রম মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে। শনিবার তিনি করোনা মুক্ত হয়ে কাজে যোগ দেওয়ায় এখানে করোনা চিকিৎসার গতি ফিরেছে।