করোনা আতঙ্কের মধ্যে ছাতা দিয়ে চুল কেটে ভাইরাল !
আবির হোসাইন শাহিন :
সারা বিশ্বব্যাপী করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে নানা রকমের কৌশল অবলম্বন করছে প্রতিটি মানুষ। এবারে চুল কাটতে গিয়ে সংক্রমণ ঠেকাতে এক অভিনব পদ্ধতি অবলম্বন করলেন নেদারল্যান্ডের এক হেয়ারড্রেসার। করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে সামাজিক দূরত্ব বজায় রাখতে বলা হচ্ছে প্রতিটি মানুষকে। কিন্তু এক মিটার দূরত্ব বজায় রেখে তো চুল কাটা যায় না। তাই এমন পরিস্থিতিতে চুল কাটার জন্য অভিনব উপায় বের করলেন নেদারল্যান্ডের এক হেয়ারড্রেসার। তিনি ছাতা ব্যবহার করে কৌশলে চুল কাটার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন। মুহূর্তেই তা ভাইরাল হয়ে পড়ে নেট দুনিয়ায়।
নেদারল্যান্ডের ওসে রয়েছে বেলা রোজ সালোঁ। করোনার ভয়াবহতার মধ্যেও খোলা রয়েছে সেটি। কিন্তু সেখানকার হেয়ারড্রেসার করোনাভাইরাস থেকে বাঁচতে ঢাল হিসাবে ব্যবহার করছেন ছাতাকে। ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে, মুখের সামনে একটি ছাতা বেঁধে নিয়েছেন ওই হেয়ারড্রেসার। সেই ছাতার মধ্যে করা হয়েছে চারটি ফুটো। দু’টি বড় ফুটো দিয়ে দু’টো হাত বের করে চুল কাটছেন। উপরের দু’টো ফুটো দিয়ে তিনি দেখছেন! ছাতার আড়াল থেকে চুল কাটার এই ভিডিও ফেসবুকে আপলোড করার পর থেকে দেখা হয়েছে প্রায় ৩০ লক্ষ বার। তবে কমেন্ট বক্সে কাউকে তেমন প্রশংসা করতে দেখা যায়নি বরং অধিকাংশ মানুষ এটি বিনোদন হিসেবে নিয়েছেন।