করোনার ভাইরাসের কারনে শাহজাদপুরের ঐতিহ্যবাহি তালগাছির গরুর হাট বন্ধ।
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা প্রায় শত বছর ধরে চলে আসা তালগাছির ঐতিহ্যবাহী বিখ্যাত গরুর হাট এবার করোনাভাইরাসের কারণে হাট বন্ধ ঘোষনা করা হয়েছে। এই প্রথম এই তালগাছি হাট বন্ধ করার জন্য মাইকিং করা হয়েছে। জানা গেছে করোনা মহামারির কারণে এবং সরকার ঘোষিত কঠোর লকডাউনের কারণে এই প্রথম হাট বন্ধ ঘোষনা করা হলো। রোববার ছিল সাপ্তাহিক হাটের দিন।
উপজেলার বিভিন্ন স্থান থেকে হাজার হাজার গরু এই হাটে বিক্রির জন্য আসতো। কোরবানির আর খুব একটা বেশি দেরি নই। এ কারণে এই হাটে প্রচুর গরু আমদানি হয়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান, করোনা মহামারির কারণে হাট বন্ধ রাখার জন্য মাইকিং করা হয়েছে। এই বিখ্যাত গরুর হাটে বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে বিক্রেতারা আসতো। এই প্রথম এই হাট বন্ধ ঘোষনা করা হলো। এ দিকে আজ হাটকে কেন্দ্র করে সকালে থেকেই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদ হোসেনের নেতৃত্বে সেনাবাহিনী ও বিজিবি হাট পরিদর্শন করেন।
সহকারী কমিশনার জানান, রবিবার গরুর হাট বসার কথা থাকলেও হাট ছিল একেবারই ফাঁকা। এছাড়া হাট না বসার জন্য আমরা একাধিক বার হাট ইাজারাদাদের সাথে মত বিনিময় করেছি। সেই সাথে আমরা স্বাস্থ্য বিধি মানতে ব্যাপক অভিযান শুরু করেছি।