করোনার ভয়াবহতা: ক্ষুধায় নিপিড়ীতদের জন্য সাহায্যের আবেদন
শুভ কুমার ঘোষঃ
নিয়ম মেনে সবাই ঘরে থাকি, তবুও কাহুকেই ক্ষুধার্ত না রাখি! এখনই সঠিক সময় ভালো কিছু করার, মানুষের পাশে দাড়াবার..
করোনার ভয়াবহতায় সারা পৃথিবী-ই আজ অনেকটা অসহায়। সেই সঙ্গে দেশকে নিরাপদ রাখতে দিনমজুর ও অসহায়রাও বাড়িতে কর্মহীন।কর্মহীনতায় আজ যেন সবচেয়ে বেশি অসহায় আমাদের চারপাশের দিন আনা দিন খাওয়া মানুষ গুলো। এদের সবার পেটেই ক্ষুধার আগুন জ্বললেও অনেকের বাড়িতেই জ্বলছেনা চুলার আগুন। ঘরে নেই চাল থেকে শুরু করে শুকনো খাবারও। আর এদের এই ক্ষুধা নিবারনের দায়িত্বটা কি আমরা আপনারা অস্বীকার করতে পারি? পারিনা। তাই আসুন মানুষকে ভালবাসলে স্রষ্টাকে ভালবাসা হয় সেটা মেনে সবাই মিলে আজ এদের পাশে দাড়াই। এদের বাড়িতে খাবার পৌছে দিবো আমরা, আপনারা। আর এর জন্য এই ক্রান্তিলগ্নে আপনার সামর্থ্য অনুযায়ী অনুদান বা আর্থিক সাহায্য দিন এদের জন্য। আপনি নিরাপদে ঘরে থাকুন, স্বপ্নজয় বাংলাদেশ এর স্বেচ্ছাসেবীরাই আপনার দেয়া অনুদানের বা অর্থের সকল বাজার পৌঁছে দিবে অসহায়ের ঘরে। সেই সঙ্গে সকল হিসাব আপডেট দেখতে পাবেন অনলাইনেই। মুখ ফিরিয়ে না নিয়ে এবারই সঠিক সময় ভালো কিছু করার, সৃষ্টি কর্তাকে খুশি করা
অনুদান পাঠানোর জন্য: বিকাশঃ ০১৭৩৩২৬৬৭৬৭ রকেটঃ ০১৭৩৩২৬৬৭৬৭-২ একাউন্টঃ অনুরোধক্রমে: স্বপ্নজয়,বাংলাদেশ একটি স্বেচ্ছাসেবী সংগঠন র।